আমাদের দেশে তরুণদের খুব প্রচলিত একটি অভিযোগ, “চাকরি নেই!” অনেকেই দেশের স্বনামধন্য সব বিশ্ববিদ্যালয় থেকে বিবিএ, এমবিএ করছে, ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়ছে, কিন্তু কিছুতেই একটা ভালো চাকরি জোগাড় করতে পারছে না। সমস্যাটা কোথায়- কর্মসংস্থানের অভাব, নাকি দক্ষতার অভাব? বিভিন্ন কোম্পানির কর্মকর্তারা বলছেন আবার উল্টো কথা। তাদের কথা হচ্ছে তারা দেশে দক্ষ লোকবল পাচ্ছেন না। যেখানে আমাদের দক্ষ লোকের প্রয়োজন সেখানে দক্ষ লোক নেই বলেই তাদের বাইরের দেশ থেকে মানুষ নিয়ে আসতে হচ্ছে। যেখানে আজ আইটি খাতের সম্ভাবনা আকাশ চুম্বি সেখানে চারিদিকে সুযোগের হাতছানি। সুতরাং এক দল দোষারোপ করে যাচ্ছে “কর্মসংস্থানের অভাব বলে” আর একদলের অভিযোগ “দক্ষ লোকবল” | কিন্তু এই ডিজিটাল যুগে খুব সহজেই আপনি সফল হতে পারবেন ৷ ডিপ্লোমা ইন ডিজিটাল মার্কেটিং শিখে ক্যারিয়ার গড়ুন ডিজিটাল প্লাটফর্মে ৷
দক্ষতা দিয়ে কি নিজের কর্মসংস্থানের ব্যবস্থা করা আসলেই সম্ভব?
২০২১ সালে এসে আপনি বা আমি যদি একটু মনোযোগ দিয়ে লক্ষ্য করি তাহলে নিজের কর্মসংস্থানের যোগান দেয়া মোটামুটি কঠিন কাজ নয়। তবে সেক্ষেত্রে একটু ভিন্নভাবেই নিজেকে তৈরি করতে হবে। এই ভিন্নভাবে নিজেকে তৈরি করা বলতে আমি বুঝাচ্ছি নিজেকে একটি অথবা একাধিক বিষয়ে যথেষ্ট দক্ষ হিসেবে সকল পরিসরে সম্প্রসারিত করা। তবে এই একাধিক স্কিলের মধ্যে সবচেয়ে বেশী উৎকৃষ্ট ক্যারিয়ার ডেভেলপমেন্ট হতে পারে ডিজিটাল মার্কেটিং।